তিন দশকেও পূরণ হয়নি কোচ রাজবংশীদের জনজাতিকরণের দাবি, আসামে ফের সরব আক্ৰাছু

নিউজ ডেস্ক
তিন দশকেরও বেশি সময় ধরে কোচ রাজবংশী জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবি আজও পূরণ হয়নি। এই দীর্ঘ সময়ের মধ্যে কেন্দ্র ও রাজ্যে একাধিক সরকার পালাবদল হলেও, জাতিটির এই গুরুত্বপূর্ণ দাবিটি এখনো সরকারি ফাইলেই সীমাবদ্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ফের সক্রিয় হয়েছে ভারতের আসাম রাজ্যের সদৌ কোচ রাজবংশী ছাত্র সংসদ (আক্ৰাছু)।
বুধবার (১৮ জুন) বঙাইগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আক্ৰাছুর একাংশ গোষ্ঠীর সভাপতি অরবিন্দ রায় বলেন, “জনজাতিকরণের দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি প্রশ্ন তোলেন, “কার ভুলে বা স্বার্থপরতায় বারবার প্রতারিত হচ্ছে কোচ রাজবংশী জনগণ?” ভাষা ও সংস্কৃতির দিক থেকে ঐতিহ্যবাহী এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে এলেও, কিছু স্বার্থান্বেষী নেতা, সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের কারণে বারবার এই ইস্যুটি পেছনে পড়ে গেছে। ফলে জনজাতিকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি আজও কেবল সরকারি নথিপত্রেই সীমাবদ্ধ।
আন্দোলনের নেতৃত্ব বিভক্ত, গুরুত্ব হারাচ্ছে দাবি
সংগঠনটি বহু অংশে বিভক্ত হয়ে পড়ায় আন্দোলনও দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন অরবিন্দ রায়। এই বিভক্তির সুযোগ নিয়েই রাজনৈতিক দলগুলো এখন আক্ৰাছুকে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ তাঁর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
তবে তিনি জানান, আক্ৰাছুর একত্রীকরণ প্রক্রিয়ায় তিনি সম্মত এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, “জনজাতিকরণের দাবিতে আমরা আন্দোলন করবই। প্রয়োজনে রক্ত দেব। নতুন প্রজন্মকেই এই আন্দোলনের নেতৃত্বে আসতে হবে।”
কমতাপুর পরিষদ হলেও নেই নির্বাচন, ক্ষোভ কোচ রাজবংশীদের
অরবিন্দ রায় আরও বলেন, রাজ্য সরকার কমতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করলেও আজও তার নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ার করে বলেন, “কোচ রাজবংশীদের দ্রুত জনজাতিকরণ না করা হলে রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
সূত্র: ইটিভি ভারত।