ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার অভ্যন্তর থেকে বাংলাদেশে প্রবেশের সময় মাটিচাপা মাইন বিস্ফোরণে এক রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহতের নাম তংচংগ্যা (১৯), সে মিয়ানমারের মংডু থানার মিডাক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ওই যুবক বাংলাদেশে চিকিৎসার উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় সীমান্তবর্তী মিয়ানমারের অংশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে কোন হাসপাতালে তার চিকিৎসা চলছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে আরাকান আর্মি বিচ্ছিন্নতাবাদীদের দমন এবং রোহিঙ্গা যাতায়াত নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় স্থলমাইন পুঁতে রাখে। এ কারণে প্রায়ই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, রাখাইন ওই যুবকের আহত হওয়ার ঘটনা তারা জেনেছেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও মানবিক সংকটের কারণে সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
