সিলেটে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান, সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ

সিলেটে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান, সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ

সিলেটে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান, সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় বালুর ট্রাক থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল ও ২৭ বীরের হরিপুর আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে আজ এ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুরে তল্লাশিকালে একটি সিলেটগামী বালুর ট্রাক থামিয়ে অনুসন্ধান চালানো হয়। ট্রাকটির উপরে বালু থাকলেও নিচে অভিনবভাবে লুকানো ছিল বিপুল ভারতীয় প্রসাধনী সামগ্রী। জব্দকৃত কসমেটিকসের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা চলমান থাকবে।”

প্রসঙ্গত, সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় কসমেটিকস, ওষুধসহ নানা পণ্যের চোরাচালান হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ নজরদারিতেই এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed