বান্দরবানে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৫ জুন) ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান চালায়। অভিযান শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল ভোরে সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়। কিছু সময় পর দুই ব্যক্তি দু’টি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দু’টি তল্লাশি করে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে প্রতিটি টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের বড় চালান আটক আমাদের নিয়মিত নজরদারিরই ফল। বিজিবির অভিযান আগামীতেও চলমান থাকবে।

উদ্ধার হওয়া ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।