নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল সেনাবাহিনী

নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল সেনাবাহিনী

নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বুধবার (২৫ জুন) ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।

জানা যায়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়। ক্যাম্পেইনে সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন সেবা প্রদান করেন।

সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন সহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

মেডিকেল ক্যাম্পেইনে সেবাপ্রাপ্ত রোগী ও এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।