প্রমাণ ছাড়া এনআইডি: দুই ভারতীয় নাগরিকের বাংলাদেশি সনদ গ্রহণে পঞ্চগড়ে চাঞ্চল্য

প্রমাণ ছাড়া এনআইডি: দুই ভারতীয় নাগরিকের বাংলাদেশি সনদ গ্রহণে পঞ্চগড়ে চাঞ্চল্য

প্রমাণ ছাড়া এনআইডি: দুই ভারতীয় নাগরিকের বাংলাদেশি সনদ গ্রহণে পঞ্চগড়ে চাঞ্চল্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নথিপত্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা, অথচ বাস্তবে বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্ত দুই ভারতীয় নাগরিকের খবর পেয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযুক্তরা হলেন—বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান। তারা ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারী গ্রামের বাসিন্দা বলে সরকারি নথিতে উল্লেখ রয়েছে।

জানা গেছে, তারা বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীর পাড়া এলাকার বাসিন্দা হিসেবে ভুয়া তথ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব সনদ, এনআইডি এবং মোবাইল সিম সংগ্রহ করেন। এমনকি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন তারা। তবে খোঁজ নিয়ে জানা যায়, জায়গীর পাড়া এলাকার কোনো বাসিন্দাই এই দুই ব্যক্তিকে চেনেন না। স্থানীয়দের ভাষ্যমতে, “এই নামের বা চেহারার কাউকে এলাকায় কোনোদিন দেখিনি।”

বিষয়টি জানাজানি হলে জেলা ও উপজেলা প্রশাসন তদন্তে নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির জানান, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় নির্বাচন অফিস এনআইডি দুইটি আপাতত স্থগিত করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ-জামান বলেন, “অভিযোগটি এখনো তদন্তাধীন। এনআইডি ব্লক করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় এনআইডি প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই চালানো উচিত ছিল। ভুয়া তথ্যের মাধ্যমে একজন বিদেশির নাগরিকত্ব সনদ ও পরিচয়পত্র প্রাপ্তি শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়, এটি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তবর্তী জেলা ও উপজেলার কিছু এলাকায় এনআইডি জালিয়াতি ও বিদেশিদের ভুয়া নাগরিক সনদ গ্রহণের অভিযোগ বেশ কিছুবার সামনে এসেছে। বিষয়টি প্রশাসনের সজাগ দৃষ্টির দাবি রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।