মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা “গণহত্যা” মামলায় সমর্থন জানিয়েছে নর্দান এলায়েন্স - Southeast Asia Journal

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা “গণহত্যা” মামলায় সমর্থন জানিয়েছে নর্দান এলায়েন্স

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১৭ সালে রাখাইনে জাতিগত হত্যাযজ্ঞ চালিয়ে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষন, বাড়ি-ঘর ধ্বংস, দেশত্যাগে বাধ্যকরাসহ গণহত্যার অভিযোগে সম্প্রতি মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা মামলার পক্ষে নিজেদের সর্মথন ব্যক্ত করেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর জোট নর্দান এলায়েন্স। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)-এ দায়ের করা মামলাকে স্বাগত জানায় তারা।

বিবৃতিতে নর্দান এলায়েন্স জানায়, গত ৭০ বছর ধরে এবং চলমান সংঘাতে মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা, বিচারবহির্ভুত গ্রেফতার, অমানবিক নির্যাতন, ম্যাসাকার, অপহরণ ও দলবদ্ধ ধর্ষণকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মিয়ানমার সেনাবাহিনীর অপকর্মের প্রমাণ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা। নর্দান এলায়েন্স মুখপাত্র মাই আইক কিয়াও বিবৃতিতে বলেন, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিপীড়নের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। তিনি বলেন, কেউ কেউ আমাদেরকে সন্ত্রাসী বলে। কিন্তু আমরা মনে করি যারা সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে ন্যায়বিচার পাইয়ে দেয়ার এটাই একমাত্র উপায়।

নর্দান এলায়েন্স মূলত মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) ও মিয়ানমার ন্যাশনাল ডেমক্রেটিক এলায়েন্স আর্মি একটি জোট।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসীদের হামলার অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেসময় সীমান্ত পেরিয়ে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এর পূর্বেও বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ।