পাকিস্তানে আটক ভারতীয় বন্দিদের মুক্তি চেয়ে ইসলামাবাদকে নয়াদিল্লির আহ্বান

পাকিস্তানে আটক ভারতীয় বন্দিদের মুক্তি চেয়ে ইসলামাবাদকে নয়াদিল্লির আহ্বান

পাকিস্তানে আটক ভারতীয় বন্দিদের মুক্তি চেয়ে ইসলামাবাদকে নয়াদিল্লির আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে ভারত সরকার। সোমবার (১ জুলাই) পাকিস্তান ও ভারতের মধ্যে কনস্যুলার অ্যাক্সেস সংক্রান্ত ২০০৮ সালের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বন্দি আদান-প্রদানের হালনাগাদ তালিকা বিনিময় হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে পাকিস্তানের কারাগারে সাজা শেষ হওয়া ১৫৯ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দির দ্রুত মুক্তি ও দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আরও ২৬ জন ভারতীয় নাগরিক, যাদের পাকিস্তানে আটক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের কনস্যুলার অ্যাক্সেস না দেওয়ায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইসলামাবাদকে এসব বন্দির সুরক্ষা, মানবাধিকার ও কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, ভারত এদিন পাকিস্তান সরকারের কাছে ৩৮২ জন বেসামরিক বন্দি ও ৮১ জন মৎস্যজীবীর তালিকা হস্তান্তর করেছে, যারা পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বলে ধারণা করা হয়। এর জবাবে পাকিস্তান জানিয়েছে, তাদের হেফাজতে বর্তমানে রয়েছে ৫৩ জন ভারতীয় বেসামরিক বন্দি এবং ১৯৩ জন ভারতীয় মৎস্যজীবী।

ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে আটক বন্দিদের মানবিক দিক বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়। পাকিস্তানে আটক বন্দিদের মুক্তির ক্ষেত্রে মূল বাধা হিসেবে দেখা দিয়েছে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার ধীরগতি। বিশেষ করে, ভারতে আটক ৮০ জন পাকিস্তানি বন্দির নাগরিকত্ব যাচাই এখনও শেষ না হওয়ায় তাদেরও মুক্তি ঝুলে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০১৪ সাল থেকে ভারত সরকারের উদ্যোগে মোট ২,৬৬১ জন ভারতীয় মৎস্যজীবী ও ৭১ জন বেসামরিক বন্দিকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কেবল ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত দেশে ফেরত আনা হয়েছে ৫০০ জন মৎস্যজীবী ও ১৩ জন বেসামরিক বন্দিকে।

প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মাঝেও মানবিক বিষয়ক এই কনস্যুলার তালিকা বিনিময় প্রক্রিয়া প্রতিবছর দুইবার পরিচালিত হয়ে থাকে। তবে এ বিষয়ক জটিলতা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা ও দ্রুত কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজন বলেই মত বিশ্লেষকদের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।