বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়া জেলার মালতিনগর এলাকায় অপহৃত তিনজন ছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানকালে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জানা যায়, অপহরণের পর ভুক্তভোগী ছাত্রদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। তথ্য পেয়ে বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল বৃহস্পতিবার মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত তিন শিক্ষার্থীকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

সেনা অভিযানে আটক চার কিশোর গ্যাং সদস্যের কাছ থেকে ৭টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সফল অভিযানে অপহরণ পরিস্থিতির অবসান ঘটে এবং এলাকায় স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।