ভারতের উত্তর প্রদেশে কাঁওয়ার যাত্রার পথে ধর্মীয় পরিচয় যাচাই, উত্তপ্ত মুজাফ্ফরনগর
 
                 
নিউজ ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে শিবভক্তদের কাঁওয়ার যাত্রা ঘিরে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। মুজাফ্ফরনগরের এক ধাবায় কর্মরত এক মুসলিম যুবককে ধর্মীয় পরিচয় যাচাইয়ের জন্য প্যান্ট খুলতে বাধ্য করার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর ভারতের জনপ্রিয় ধর্মীয় যাত্রা ‘কাঁওয়ার যাত্রা’-র সময় এক হিন্দু সংগঠনের সদস্যরা তোজাম্মুল নামে এক কর্মচারীর উপর সন্দেহ প্রকাশ করে। তিনি নিজেকে গোপাল বলে পরিচয় দিলেও, সত্যতা যাচাইয়ের নামে তাকে প্যান্ট খুলতে বাধ্য করা হয় এবং শারীরিক নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ উঠে।
ঘটনার পরপরই ধাবাটি বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত সংগঠনের সদস্যরা দাবি করেন, কাঁওয়ার যাত্রার রাস্তায় দোকান চালানো ব্যক্তিদের ধর্মীয় পরিচয় যাচাই করার অধিকার তাদের রয়েছে। এক সদস্য বলেন, “এই দেশ সনাতন ধর্মাবলম্বীদের, এখানে মুসলিমদের দোকানে হিন্দু দেবতার ছবি টাঙাতে কেউ অনুমতি দেয়নি।”
এই ঘটনার ঠিক আগের দিন উত্তর প্রদেশ সরকার কাঁওয়ার যাত্রার পথে দোকানগুলোর বৈধ লাইসেন্স ও মালিকদের নাম খোলাখুলিভাবে প্রদর্শনের নির্দেশ জারি করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, “যাত্রীদের জানা উচিত, তারা কার কাছ থেকে জিনিসপত্র কিনছেন।”
তবে এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, “কাঁওয়ার যাত্রা তো বহু বছর ধরেই শান্তিপূর্ণভাবে হচ্ছে। এখন হঠাৎ মুসলিম দোকানদারদের ধর্মীয় পরিচয় যাচাই ও হয়রানি করার অর্থ কী? এটি পরিষ্কার বৈষম্যমূলক।”
সংবিধান যেখানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে, সেখানে মুজাফ্ফরনগরে ঘটে যাওয়া ঘটনাটি সামাজিক সম্প্রীতির জন্য এক বড় ধরনের হুমকি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, কাঁওয়ার যাত্রা উপলক্ষে প্রতিবছর লক্ষ লক্ষ শিবভক্ত ভারতের বিভিন্ন এলাকা থেকে গঙ্গাজল সংগ্রহ করে পদযাত্রা করেন এবং নিজ এলাকার শিবমন্দিরে জল উৎসর্গ করেন। এই যাত্রাপথে বহু মুসলিম ব্যবসায়ী ও কর্মচারী অংশ নিয়ে আসছেন বছরের পর বছর। এবারের উত্তেজনা সেই সহাবস্থানের বুননেই ফাটল ধরিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
