রাঙামাটির কলাবুনিয়ায় আনসার ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাঙামাটির কলাবুনিয়ায় আনসার ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাঙামাটির কলাবুনিয়ায় আনসার ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম কলাবুনিয়া এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শুভলং আনসার ব্যাটালিয়ন (৭ এবিএন) ও এ্যারাবুনিয়া বিজিবি ক্যাম্পের সদস্যদের সমন্বিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অভিযানে ৯.৫ লিটার দেশি মদ ও ১,৫১২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই মঙ্গলবার যৌথ অভিযানে অংশ নেয় আনসার ব্যাটালিয়নের একটি দল ও বিজিবির সদস্যরা। তারা কলাবুনিয়া এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহভাজন কান্ট্রি বোট আটক করেন। পরে তল্লাশির সময় মাদকের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা আইনানুগভাবে জব্দ করা হয় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

রাঙামাটির কলাবুনিয়ায় আনসার ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উ

পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার ব্যাটালিয়নের সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যেই স্থানীয়দের আস্থা অর্জন করেছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানে অংশগ্রহণের মাধ্যমে তারা পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, প্রতিকূল পার্বত্য পরিবেশে যৌথ বাহিনীর এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের অভিযান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।