যোগী আদিত্যনাথকে ‘আধ্যাত্মিক নেতা’ বললেন চবি শিক্ষক কুশলবরণ, সমালোচনার ঝড়
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুশলবরণ চক্রবর্তীর একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে ভারতের উত্তর প্রদেশের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি ‘সনাতন ধর্মের নাথ সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা’ হিসেবে আখ্যায়িত করেন।
যোগী আদিত্যনাথ এমন একজন রাজনৈতিক নেতা, যিনি মুসলিমবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য, প্রশাসনিক দমন-পীড়ন এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচিত। তার ‘এক হিন্দুর মৃত্যুর বদলায় ১০০ মুসলমান হত্যা’ বক্তব্য, বুলডোজার রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যমূলক মন্তব্য ও ঘৃণা উসকে দেওয়ার ধারাবাহিকতা তাকে ভারতের সবচেয়ে চরম বিতর্কিত মুখ্যমন্ত্রীদের একজন করে তুলেছে।
এই প্রেক্ষাপটে কুশলবরণ চক্রবর্তীর মন্তব্য অনেকের কাছেই ‘দায়িত্বহীন’, ‘নরম সমর্থন’ এবং ‘পক্ষপাতদুষ্ট’ বলেই বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, একজন শিক্ষক হিসেবে এমন বক্তব্য শুধু ব্যক্তিগত রুচির বিষয় নয়, এটি প্রাতিষ্ঠানিক নীতিনৈতিকতাকেও প্রশ্নবিদ্ধ করে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “একাডেমিক সফর থাকতেই পারে। কিন্তু একজন শিক্ষক যখন একজন সংখ্যালঘুবিরোধী রাজনৈতিক নেতাকে আধ্যাত্মিক বলে তুলে ধরেন, সেটা প্রকারান্তরে নৈতিক বৈধতা দেওয়ার সামিল।”
রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, “একজন সাম্প্রদায়িক উসকানিদাতাকে আধ্যাত্মিক নেতা বলা নিন্দনীয়। এতে শিক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়, পক্ষপাতমূলক মানসিকতা তৈরি হয়।”
এমনকি ড. কুশলবরণ অতীতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশে হিন্দু ও পাহাড়িদের উপর ‘গণহত্যা চলছে’ বলে যে মন্তব্য করেছেন, তা-ও বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। শিক্ষার্থীদের ভাষ্য, তিনি বারবার বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন এবং সম্প্রতি ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, চবি শিক্ষক কুশলবরণ চক্রবর্তীর এমন মন্তব্য শুধুমাত্র একজন ব্যক্তির মত প্রকাশ নয়, বরং তা রাষ্ট্রীয় মানবাধিকার ও শিক্ষাব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তোলে। একজন প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক এবং একজন শিক্ষক হিসেবে তার এমন অবস্থান গভীরভাবে অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।