মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪
![]()
নিউজ ডেস্ক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসব অভিযানে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজনের দোকান থেকে উদ্ধার করা হয়েছে একটি মানুষের খুলি—যা তদন্তে নতুন এক রহস্যের জন্ম দিয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল এলাকায় পরিচালিত অভিযানে ১টি পিস্তল, ২টি রিভলবার, ১টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা অবৈধ অস্ত্র চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।
একই সময়ে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি এলাকায় পরিচালিত আরেক অভিযানে ১টি লং ব্যারেল গান, ১টি স্টান গান এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।

অন্যদিকে রাত প্রায় ৪টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সেনা নেতৃত্বাধীন একটি পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এরপর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে একটি মানুষের খুলি উদ্ধার করা হয়। ঘটনার তাৎপর্য বোঝার জন্য দোকানের মালিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের অপরাধ, অস্ত্র চোরাচালান ও সহিংসতার বিরুদ্ধে তাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় অবৈধ অস্ত্রের সরবরাহ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক অভিযান পরিচালনা করতে হচ্ছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি মানুষের খুলি উদ্ধারের মতো ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে—যা শুধুমাত্র অস্ত্র চক্র নয়, বরং সম্ভাব্য কোনো মানবহত্যা বা কুসংস্কার সংশ্লিষ্ট অপরাধের ইঙ্গিতও দিতে পারে। তদন্ত সাপেক্ষে বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।