ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন আজ রাজধানীর ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সম্মেলনে উপস্থিত এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বাংলাদেশের আকাশসীমা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সচেষ্ট। দেশমাতৃকার সেবায় আমাদের প্রতিটি সদস্যের আত্মত্যাগ ও নিষ্ঠা অনন্য।”

বিমান বাহিনীর আধুনিকায়ন এবং যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একবিংশ শতাব্দীর বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। এজন্য পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আত্মশক্তিতে বলীয়ান হতে হবে প্রতিটি বিমান সেনাকে।”

বিমান বাহিনীর ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনার কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশ সেবায় আরও গৌরবময় ভূমিকা রাখবে এবং জাতীয় উন্নয়নে সক্রিয় অংশীদার হবে।

সম্মেলনের শেষে বিমান বাহিনী প্রধান উপস্থিত এয়ার ভাইস মার্শালদের সঙ্গে স্মৃতিচারণমূলক আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।