বাংলাদেশ ও মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া ৮ রোহিঙ্গাকে আশ্রয় দিল ফিলিপাইন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও মিয়ানমার থেকে পালানো আট রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে ফিলিপাইন। গতকাল সোমবার ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৩ জুলাই আটজনের এই দল ম্যানিলায় পৌঁছেছে। ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নেটওয়ার্কের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ফিলিপাইনে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের চতুর্থ দল। ২০১৯ সালে জাতিসংঘ-সমর্থিত ‘কমপ্লিমেন্টারি পাথওয়েজ (সিপাথ)’ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ৩০ জন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ফিলিপাইন।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিপাইনের এই উদ্যোগ মানবিক সহায়তার দীর্ঘদিনের ঐতিহ্যকে পুনঃনিশ্চিত করে। এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য শিক্ষার মাধ্যমে নিরাপদ ও নিয়ন্ত্রিত উপায়ে ফিলিপাইনে প্রবেশ ও থাকার সুযোগ তৈরি হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ শুধু তাদের জরুরি সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করে না, বরং তাদের দীর্ঘমেয়াদি স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথও তৈরি করে।
আশ্রয়প্রার্থীদের জন্য ফিলিপাইনে ‘ওপেন-ডোর’ বা উন্মুক্ত দরজার নীতি চালু রয়েছে। ১৯১৭ সাল থেকে দেশটি ‘৯টি শরণার্থীপ্রবাহ’কে আশ্রয় দিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯২০-এর দশকের রাশিয়ান অভিবাসী, ১৯৩০-এর দশকে ইহুদি শরণার্থী এবং ১৯৭০-এর দশকে ভিয়েতনাম থেকে পালিয়ে আসা ‘বোট পিপল’।
আশ্রয় পাওয়া এক রোহিঙ্গা ফিলিপাইন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় (ডিএফএ) জানায়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় দেশটির বিচার মন্ত্রণালয়ের ‘শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ইউনিট’ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সিপাথ কার্যক্রমটি পরিচালনা করে। সিপাথ আশ্রয়ের পাশাপাশি মর্যাদা, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের সুযোগও তৈরি করছে।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সহিংসতা শুরুর পর থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে যায়। তাদের অধিকাংশই স্থল ও সমুদ্রপথে বাংলাদেশে আশ্রয় নেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।