রাঙামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের হাতে ইউপিডিএফ (প্রসীত)’র সহকারী পরিচালক নিহত, আহত ১
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শুভ চাকমা প্রকাশ গিরি চাকমা (৪০) নামের ইউপিডিএফের (প্রসীত) এক সহকারী পরিচালক নিহত ও এ ঘটনায় রমেশ চাকমা নামে ইউপিডিএফের অপর এক কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৪ঠা ডিসেম্বর বুধবার ভোরে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এগারল্যা ছড়া এলাকার একটি বসত ঘরে ঘুমন্ত অবস্থায় নিহত গিরি চাকমা ও তার সঙ্গী রমেশ চাকমার ওপর অতর্কিত গুলির এ ঘটনা ঘটে। নিহত শুভ চাকমা প্রকাশ গিরি চাকমা (৪০) প্রসীত পন্থি ইউপিডিএফের সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন বলেও জানা যায়।
সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নানিয়ারচর থানা থেকে প্রায় ৩৫ কিলোমিটার ভেতরে পাহাড়ের উপরে এগারল্যাছড়া এলাকার উক্ত ঘরে থাকতেন নিহত গিরি চাকমা ও তার সঙ্গী রমেশ চাকমা। ভোরে তাদের উপর অতর্কিত গুলি চালায় প্রতিপক্ষের অস্ত্রধারীরা, এসময় গুলিবিদ্ধ রমেশ চাকমা পালিয়ে যেতে পারলেও গিরি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাটি দুর্গম হওয়ায় আর বিস্তারিত কিছু জানতে পারেননি বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, নানিয়ারচরে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে তারা শুনেছেন। তবে কে বা কাহারা তাকে হত্যা করেছে সেটি এখনো পর্যন্ত পরিস্কার হওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত ২রা ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষ্যে সন্তু লারমার নির্দেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত চিঠি দিয়ে দলীয় কালেক্টরদের চাঁদা তোলার নির্দেশের পর শান্তিচুক্তির বর্ষপূর্তির মাত্র একদিন আগে গত ১লা ডিসেম্বর রোববার দুপুরে রাঙামাটি সদর উপজেলাস্থ আসামবস্তি-কাপ্তাই সড়কের বড় আদম এলাকায় উত্তোলিত টাকার ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে নিজ দলীয় সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দলীয় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হয়েছে জেএসএস (সন্তু)’র রাঙামাটি এলাকার চীফ কালেক্টর বিক্রম চাকমা।