শতরূপা চাকমা খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর বিদেশ সফরের কারণে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদ সদস্য শতরূপা চাকমা। ২রা ডিসেম্বর সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর স্বাক্ষরকৃত এক আদেশে তাকে এই দ্বায়িত্ব প্রদান করা হয়।
আদেশে বলা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জিও নং ২৯.০০.০০০০.২১৪.২৪.২১৭.২০১৭.১৮৭ তারিখ ২৮ নভেম্বর ২০১৯ মোতাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী The International Federation of Red Cross and Red Crescent Societies in Geneva (Switzerland) কর্তৃক আয়োজিত Statutory Meeting এ অংশগ্রহণের জন্য ৩রা ডিসেম্বর ২০১৯ খ্রি: হতে ১২ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সুইজারল্যান্ডে অবস্থান করবেন। উক্ত সফরকালীন সময়ে বা কর্মস্থলে ফিরে না আসা পর্যন্ত এ পরিষদ সদস্য মিজ শতরূপা চাকমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান (আর্থিক বিষয়াবলী ব্যতীত) দৈনন্দিন কর্ম সম্পাদন এর দ্বায়িত্ব পালন করবেন।
এর আগে, গত ২৭ জুলাই ২০১৯ খ্রি: থেকে ০৫ আগষ্ট ২০১৯ খ্রি: পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী স্টাডি ট্যুরে জাপান সফর করায় মিজ শতরূপা চাকমা উক্ত সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন।