বিমান বাহিনীর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বিমান বাহিনীর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বিমান বাহিনীর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর No-2 Basic ATC Course for Regular Entry (84 BAFA)-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ৩ জুলাই বৃহস্পতিবার ঢাকাস্থ স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি। তিনি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের দিনটি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা এখন থেকে এয়ার ট্রাফিক সার্ভিসেস-এর সম্মানিত দলের অংশ হয়ে দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করা এদের মূল দায়িত্ব হবে।

অনুষ্ঠানে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেস-এর কমান্ড্যান্ট গ্রুপ ক্যাপ্টেন আনিসুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি কোর্সের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি জানান, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং সুশৃঙ্খল সামরিক পরিবেশে গড়ে ওঠা নবীন অফিসারদের পরিবারবর্গ।

প্রসঙ্গত: বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আধুনিক ও নিরাপদ আকাশসীমা নিশ্চিতের লক্ষ্যে দেশীয় সক্ষমতা জোরদার করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।