নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট আটক
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সম্প্রতি চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে।
গত ১ জুলাই থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত পরিচালিত ধারাবাহিক অভিযানে ব্যাটালিয়নের চৌকস টহল দল বৈরী আবহাওয়ার মাঝেও দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১,১৪,৮৮০ প্যাকেট মালিকবিহীন বার্মিজ সিগারেট আটক করে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত এই বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট/তামাকজাত দ্রব্য আইনানুযায়ী ব্যাটালিয়ন সদর দপ্তরে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ১১ বিজিবি শুধুমাত্র সীমান্ত সুরক্ষার দায়িত্বই নয়, বরং চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে। সীমান্তের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এই তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও প্রশংসা অর্জন করেছে।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মায়ানমার থেকে সিগারেটসহ বিভিন্ন চোরাচালান পণ্যের প্রবেশ দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজিবির এমন অভিযানে চোরাচালানচক্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হবে বলে স্থানীয়রা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।