বীরপ্রতীক সুবেদার হোসেনের নামে খাগড়াছড়ির ৩২ বিজিবি সদর দপ্তরে সড়কের নামকরণ

বীরপ্রতীক সুবেদার হোসেনের নামে খাগড়াছড়ির ৩২ বিজিবি সদর দপ্তরে সড়কের নামকরণ

বীরপ্রতীক সুবেদার হোসেনের নামে খাগড়াছড়ির ৩২ বিজিবি সদর দপ্তরে সড়কের নামকরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ বীরপ্রতীক সুবেদার মোহাম্মদ হোসেনের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে খাগড়াছড়ি জেলা সদরের ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান সড়কের নামকরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ৩২ বিজিবি ব্যাটালিয়ন প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য “নাম ফলক উন্মোচন” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি আনুষ্ঠানিকভাবে “বীরপ্রতীক সুবেদার মোহাম্মদ হোসেন সড়ক”-এর নামফলক উন্মোচন করেন।

এ সময় শহিদ বীরপ্রতীকের পরিবারের সদস্য ছাড়াও খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন এবং বিভিন্ন পদবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, তৎকালীন ইপিআরে কর্মরত মুক্তিযোদ্ধা সদস্যদের গৌরবময় অবদান স্মরণে বিজিবি’র বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও স্থাপনায় মুক্তিযোদ্ধাদের সম্মানজনকভাবে স্মরণ করা হবে।

এদিকে দীর্ঘ প্রায় ৫৩ বছর পর শহিদ ইপিআর সদস্যদের প্রতি এমন সম্মান জানানোয় মুক্তিযোদ্ধা পরিবারসহ সাধারণ মানুষের মাঝে সন্তোষ ও প্রশংসার সাড়া মিলেছে।

প্রসঙ্গত, বিজিবি’র এ উদ্যোগ শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখছে না, বরং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতেও কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।