চার দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য জেলায় ২০ জুলাই ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

চার দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য জেলায় ২০ জুলাই ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

চার দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য জেলায় ২০ জুলাই ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চার দফা দাবিতে আগামী ২০ জুলাই চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব মো. হুমায়ুন কবির। তিনি জানান, রবিবার সকাল ৬টা থেকে পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত সকল গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক, বাস, মিনিবাস, কোচ বা অন্য পরিবহন রাস্তায় নামবে না বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের আহ্বায়ক সদস্যসচিব মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ মৃণাল চৌধুরী, মো. মুছা ও অলি আহম্মদ।

লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মালিক-শ্রমিক স্বার্থবিরোধী অনেক ধারা বহন করছে, যা দ্রুত সংশোধন করা প্রয়োজন। তাদের দাবির মধ্যে রয়েছে:

১. সড়ক পরিবহন আইনের শ্রমিক ও মালিক স্বার্থবিরোধী ধারা সংশোধন
২. যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন স্থগিত
৩. গাড়ির ফিটনেস পরীক্ষার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া
৪. বাণিজ্যিক যানবাহনের বর্ধিত অগ্রিম আয়কর প্রত্যাহার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা

বক্তারা অভিযোগ করেন, সড়ক পরিবহন খাত ইতিমধ্যে বিপুল ব্যয়বহুল হয়ে উঠেছে। গাড়ির যন্ত্রাংশ, টায়ার ও টিউবের মূল্য দ্বিগুণ হয়েছে, অথচ এই খাতে কোনো ভর্তুকি নেই। উল্টো কর বৃদ্ধির মাধ্যমে মালিক-শ্রমিকদের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে একদিনের জন্য পুরো বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটবে, যার প্রভাব অর্থনীতিসহ জনজীবনে পড়তে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।