এবার সিরিয়ায় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইসরায়েলের

এবার সিরিয়ায় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইসরায়েলের

এবার সিরিয়ায় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইসরায়েলের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশদ্বারে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুয়েইদাতেও হামলা চালাচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি ড্রোন হামলায় সুয়েইদা শহরে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এই হামলা এমন এক সময় ঘটল যখন দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সুয়েইদায় সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 সুয়েইদা শহরে চলমান সংঘর্ষের মধ্যে একটি গাড়ি

সিরিয়ায় সাম্প্রতিক এসব হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।