রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ না করলে নিষেধাজ্ঞায় পড়বে ভারত: ন্যাটো মহাসচিব
![]()
নিউজ ডেস্ক
ন্যাটো মহাসচিব মার্ক রুট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে “দ্বিতীয়িক নিষেধাজ্ঞা”র মুখে পড়তে হতে পারে। বুধবার (১৬ জুলাই) মার্কিন কংগ্রেসে সিনেটরদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
মার্ক রুট বলেন, “যদি আপনি এখন বেইজিংয়ে থাকেন, দিল্লিতে থাকেন বা ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে বিষয়টি ভালো করে ভেবে দেখুন—এই নিষেধাজ্ঞার ধাক্কা আপনাদের ওপর ভয়াবহভাবে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “ভ্লাদিমির পুতিনকে এখনই বলুন—শান্তি আলোচনায় সিরিয়াস হতে হবে। না হলে তার মিত্র বাণিজ্য অংশীদাররাও চরম ক্ষতির মুখে পড়বে।”
এর একদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন এবং রাশিয়ার রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর শতভাগ হারে “দ্বিতীয়িক শুল্ক” আরোপের হুমকি দেন, যদি ৫০ দিনের মধ্যে কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো না যায়।
প্রসঙ্গত, রাশিয়ার ওপর সরাসরি নিষেধাজ্ঞার পাশাপাশি তার সহযোগী দেশগুলোকে চাপের মুখে ফেলে যুদ্ধাবস্থার সমাপ্তি টানতেই পশ্চিমা বিশ্বের এই কৌশল—যা আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির জটিল ভারসাম্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।