উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর দিয়াবাড়িতে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ১৯ জন নিহত এবং আরও ১৬৪ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটি পরিচালনা করছিলেন। যান্ত্রিক সমস্যার মুখে পড়ে তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।

উড্ডয়নের পরে যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়: আইএসপিআর

ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং আশপাশের লোকজন হতাহত হন। বিমান বাহিনীর হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাও রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বিমান বাহিনী প্রধান দেশের বাইরে সরকারি সফরে থাকলেও সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।