প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: খাগড়াছড়িতে কিশোরীকে বৌদ্ধ ধর্ম গ্রহণে বাধ্য করার চেষ্টা

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: খাগড়াছড়িতে মুসলিম কিশোরীকে বৌদ্ধ ধর্ম গ্রহণে বাধ্য করার চেষ্টা

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: খাগড়াছড়িতে কিশোরীকে বৌদ্ধ ধর্ম গ্রহণে বাধ্য করার চেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের মুসলিমপাড়া এলাকার ৩নং ওয়ার্ডে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম কিশোরীকে ধর্মান্তরের চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের সন্দেহে জনতার হাতে আটক হয়েছেন এক চাকমা যুবক এবং ১৫ বছর বয়সী এক বাঙালি কিশোরী।

জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে কিশোরীকে সম্পর্কের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল এবং তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এ সময় সে কিশোরীকে ইসলাম ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণে বাধ্য করার চেষ্টা চালায় বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার পরপরই মেয়েটির পরিবারকে অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে যুবক ও কিশোরীকে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে কিশোরীটি পুলিশের হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এটি নিছক প্রেমের সম্পর্ক নয় বরং সামাজিক ও ধর্মীয় বিভ্রান্তি তৈরির একটি গভীর ষড়যন্ত্র। তরুণদের টার্গেট করে যে প্রতারণার জাল বিস্তার করা হচ্ছে, এই ঘটনাটি তারই প্রমাণ।

প্রসঙ্গত, খাগড়াছড়ি ও আশপাশের পাহাড়ি অঞ্চলে প্রেমের নামে ধর্মান্তরের অভিযোগ আগে থেকেও উঠলেও এবার জনতার হস্তক্ষেপে বিষয়টি স্পষ্টভাবে সামনে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা কামনা করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।