নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি কর্তৃক মাদক, মাইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি কর্তৃক মাদক, মাইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি কর্তৃক মাদক, মাইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদক, চোরাচালান ও মাইন বিস্ফোরণ প্রতিরোধে স্থানীয়দের সচেতন করতে জনসচেতনতামূলক মতবিনিময় সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩৪ বিজিবির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক কাবুরী মার্মা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে। এই সামাজিক ব্যাধি নির্মূলে শুধু বিজিবি নয়, স্থানীয় জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিক এবং ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান।

সভা শেষে সীমান্তে মাইন বিস্ফোরণে আহতদের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও পুরস্কার বিতরণ করেন বিজিবি কর্মকর্তারা।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক ও বিস্ফোরক দ্রব্যের ঝুঁকি রোধে বিজিবির এমন জনসম্পৃক্ত কার্যক্রম প্রশংসিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।