আসাম সীমান্তে যৌথ অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ আটক ৩, তদন্ত চলছে
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসামের বরইগ্রাম রেলস্টেশন সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে-৮ এলাকায় গাঁজা পাচার প্রতিরোধে যৌথ অভিযান চালিয়েছে বিএসএফ ও শ্রীভূমি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৫৮ কেজিরও বেশি ওজনের সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
বিএসএফের শিলচর সেক্টরের সদস্যরা ও শ্রীভূমি থানার পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। গাঁজাগুলো একটি নির্দিষ্ট যানবাহন থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় জড়িত চক্র ও গাঁজার উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক পাচার রোধে বিএসএফ ও স্থানীয় পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।