ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে আদালতে হামলা, নিহত ৫

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে আদালতে হামলা, নিহত ৫

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে আদালতে হামলা, নিহত ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে আদালত ভবনে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের অশান্ত দক্ষিণ-পূর্ব সিস্তান-বালুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সুন্নি জইশ আল-আদল বালুচ গোষ্ঠীর সশস্ত্রী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিনজন হামলাকারীও নিহত হয়েছেন।

তিনি বলেন, সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানে বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে একজন মা ও শিশুও রয়েছেন।

তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে, জইশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে এবং সকল বেসামরিক নাগরিককে তাদের নিরাপত্তার জন্য অবিলম্বে সংঘর্ষের এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

বেলুচ মানবাধিকার সংস্থা HAALVSH, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের চেম্বারে হামলা চালালে বিচার বিভাগের বেশ কয়েকজন কর্মী এবং নিরাপত্তা কর্মী নিহত বা আহত হন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশটি ইরানের সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুদের আবাসস্থল, তারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রান্তিকতা এবং রাজনৈতিক বর্জনের অভিযোগ করে আসছে।

এই প্রদেশে প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ দেখা যায়। যার মধ্যে রয়েছে সুন্নি এবং বিচ্ছিন্নতাবাদীরা যারা দাবি করে যে তারা বৃহত্তর অধিকার এবং স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছেন।

এদিকে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশতের আগলান গ্রামের কাছে দেশটির বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।