বড়লেখায় সীমান্ত পথে ১০ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত পথে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১০ জনসহ মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ৪৭ জন রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার করমপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিন সকালে বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। এদের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও ছয় শিশু রয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ান জানায়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু বিওপির করমপুর নামক সীমান্ত দিয়ে তারা রাতের আঁধারে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সোমবার সকালের দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। এ সময় বিজিবি টহলরত অবস্থায় তাদের দেখে আটক করে।
এ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।