রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান: গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান: গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান: গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় বাঘাইহাটে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর একটি আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বিকেলে সংবাদ সম্মেলন করে  অভিযানের বিস্তারিত তুলে ধরেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মাসুদ রানা।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে বাঘাইহাটের একটি দুর্গম এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অংশ নেয়। এসময় সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মো. মাসুদ রানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইহাটের যেসব এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে, সেগুলো দীর্ঘদিন ধরেই ইউপিডিএফের সক্রিয় নিয়ন্ত্রণাধীন বলে পরিচিত। সেখানে সাধারণ মানুষের চলাচলও ছিল সীমিত। সেনা অভিযানের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed