সহিংসতাপ্রবণ মণিপুর পরিদর্শন ভারতীয় সেনাপ্রধানের, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা
![]()
নিউজ ডেস্ক
সহিংসতায় বিপর্যস্ত মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য বুধবার (৩০ জুলাই) দিনব্যাপী রাজ্য সফরে যান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সেখানে সেনাবাহিনী ও আসাম রাইফেলসের দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোর কার্যক্রম এবং প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
দফতরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী মণিপুর সফরকালে রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় রাজ্যের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন। উল্লেখ্য, চলমান সংকটের প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতির শাসন চলছে।
সেনাবাহিনীর মুখপাত্র জানায়, সেনাপ্রধানকে রাজ্যের ভৌগোলিক ও নিরাপত্তা পরিস্থিতি, সংঘাত কবলিত এলাকায় শান্তি ফেরানোর উদ্যোগ এবং চলমান সামরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। তিনি দায়িত্ব পালনে নিয়োজিত সেনা ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।
গত বছরের ৩ মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়, যা এখনও পুরোপুরি থামেনি। ইতোমধ্যে এই সংঘাতে ২৬০ জনের বেশি নিহত এবং ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি জেনারেল দ্বিবেদীর দ্বিতীয় মণিপুর সফর। তিনি গত আগস্ট ২০২৪-এ প্রথমবারের মতো রাজ্যটি পরিদর্শন করেছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে এবং সহিংসতা নিয়ন্ত্রণে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।