মণিপুরে তিন নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের ৪ সদস্যসহ ৫ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
মণিপুরে চলমান সহিংসতা ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে রাজ্যজুড়ে চালানো তল্লাশি অভিযানে তিনটি নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের চার সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বুধবার (৩০ জুলাই) দিনে ও রাতে একযোগে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার অভিযান সম্পন্ন হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।
বিশনুপুর জেলার ঙ্গাইকোং খুনৌ চেকপয়েন্ট থেকে আটক করা হয় নিষিদ্ধ ‘পিপলস লিবারেশন আর্মি’ (PLA)-র এক সক্রিয় সদস্য ও তার এক সহযোগীকে। তারা ইমফল ও বিশনুপুরে ঠিকাদার, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল বলে অভিযোগ।
এদিকে থৌবল জেলার হেইরোল পার্ট-২ এলাকা থেকে ‘কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (PWG)’–এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের হুমকি, চাঁদাবাজি এবং নতুন সদস্য নিয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে ইমফল পশ্চিম জেলার তাওথং খুনৌ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ‘PREPAK (Pro)’ সংগঠনের এক সক্রিয় সদস্যকে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
একই দিনে ইমফল পূর্ব জেলার কাইরাং চিংয়া এলাকা থেকে আরও এক কেপিসিপি (PWG) সদস্যকে আটক করা হয়।
এছাড়া সমান্তরাল অভিযানে চুরাচাঁদপুর ও থৌবল জেলা থেকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে ২৬টি আগ্নেয়াস্ত্র, ৯টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।
উল্লেখ্য, গত দুই বছর ধরে মেইতেই ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে চলমান জাতিগত সংঘাত পরিস্থিতিকে কেন্দ্র করে মণিপুরে একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করে। ওইদিনই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। বর্তমানে রাজ্য বিধানসভা স্থগিত অবস্থায় রয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজ্যজুড়ে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।