মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩৩ কোটি টাকার মাদক উদ্ধার

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩৩ কোটি টাকার মাদক উদ্ধার

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে ৩৩ কোটি টাকার মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম রাজ্যের চাম্পাই জেলার জোতে এলাকায় আসাম রাইফেলসের একটি বিশেষ অভিযানে প্রায় ১১ দশমিক ১১ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩৩ কোটি ৩৩ লাখ রুপি বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

অভিযানটি বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিচালিত হয়। এ সময় চোরাচালানকারীদের বিরুদ্ধে তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক জব্দ করে আসাম রাইফেলসের সদস্যরা।

পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য ভারতের চাম্পাই জেলার আবগারি ও মাদক নিয়ন্ত্রণ দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের চাম্পাই জেলা দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে সংযুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটি মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা বাংলাদেশসহ গোটা উপমহাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।