ইন্দো-প্যাসিফিক নিরাপত্তায় একসঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সম্পন্ন হলো যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’
 
                 
নিউজ ডেস্ক
আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী যৌথভাবে সম্পন্ন করেছে বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার শার্ক’। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘টাইগার শার্ক’ মহড়া দুই দেশের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলন। এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা।

মহড়ায় অংশগ্রহণকারী সদস্যরা যৌথভাবে চিকিৎসা প্রশিক্ষণ, টহল কার্যক্রম, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার কৌশল এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট প্রশিক্ষণ সম্পন্ন করেন। পাশাপাশি আয়োজন করা হয় বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং বাস্তব পরিস্থিতির অনুরূপ কৃত্রিম অনুশীলন কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মহড়া ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সমন্বিত কৌশল গঠনে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডর ট্রেসি জ্যাকবসন বলেন, “এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে গভীর নিরাপত্তা অংশীদারত্বের প্রতীক।”
উল্লেখ্য, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে, যা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
