নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নৌবাহিনী ও বিমান বাহিনীর পেশাগত নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ–২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার সকালে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ পর্ষদের কার্যক্রম শুরু হয়।

এ নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লে. কমান্ডার হতে কমান্ডার; একইভাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর পদে পদোন্নতির জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করা হবে।

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ, মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, “নৌবাহিনী ও বিমান বাহিনী শুধু সশস্ত্র বাহিনী হিসেবেই নয়, বরং জাতির সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে জনগণের ভালোবাসা অর্জন করেছে।” বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের নিরাপত্তা সংকটে বাহিনী দুইটির সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি।

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা নৌবাহিনীর মাধ্যমে দেশের সমুদ্রসম্পদ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে ‘সুনীল অর্থনীতি’ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (MIDA)–সহ উপকূলীয় উন্নয়ন ও সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় বাহিনীর অবদানকে গুরুত্ব দেন। একইসঙ্গে শিক্ষাখাতে বাহিনী দুটি যে অবদান রেখে চলেছে, তাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী পর্ষদের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “দেশপ্রেমিক, দক্ষ, মানবিক ও নৈতিক গুণাবলিসম্পন্ন নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমেই সশস্ত্র বাহিনীকে আধুনিক, পেশাদার ও মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে।”

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ গুব। তাঁরা বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতি ও দিকনির্দেশনা বাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং এই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং শেষে প্রধান উপদেষ্টা একটি বৃক্ষরোপণের মাধ্যমে দেশ ও বাহিনীর সমৃদ্ধি কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।