বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চায় মিয়ানমার সেনাবাহিনী - সেনাপ্রধান - Southeast Asia Journal

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চায় মিয়ানমার সেনাবাহিনী – সেনাপ্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার সেনা প্রধানের আমন্ত্রনে গত ৮ ডিসেম্বর রবিবার থেকে ১১ ডিসেম্বর বুধবার পর্যন্ত সেদেশে সফর শেষে সফরের অগ্রগতির বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমার দ্রুত সময়েই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে তাকে আশ্বস্ত করেছে। তিনি জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে স্থল মাইন এবং আইইডি (IED)’র উপস্থিতিতে বাংলাদেশের উদ্বেগের বিষয় ও মিয়ানমারের সামরিক হেলিকপ্টার এবং ড্রোন বাংলাদেশের আকাশ সীমা লংঘনের বিষয় তুলে ধরে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে। এ বিষয়ে মিয়ানমার যথাযথ ব্যবস্থা নেবে বলে বাংলাদেশকে জানিয়েছে। সীমান্ত এলাকার মিয়ানমারের অভ্যন্তরে মাদক কারখানার উপস্থিতি এবং সেই মাদক বাংলাদেশে প্রবেশে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জানানো হলে মাদক পাচারের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান সেনা প্রধান।

তিনি আরো জানান, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় যেকোন উদ্ভূত পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভুল বুঝাবুঝি নিরসনে কাজ করতে সম্মত হয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ সীমান্তে মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর উপস্থিতির বিষয়ে, কেবল মাত্র কাউন্টার ইন্সার্জেন্সি অপারেশনের জন্য সীমান্ত এলাকায় তাদের সৈন্য সমাবেশ ঘটিয়ে থাকে বলে বৈঠকে জানায় সেদেশের সেনা প্রধান।” আজিজ আহমেদ বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় যেহেতু দেশটির সেনাবাহিনী কাউন্টার ইন্সার্জেন্সি অপারেশন পরিচালনা করছে, তাই তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই মর্মে সাহায্য চেয়েছে যে, যখন মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সীমান্ত এলাকায় কাউন্টার ইন্সার্জেন্সি অপারেশন পরিচালনা করবে, তখন বাংলাদেশ সেনাবাহিনী যেন বাংলাদেশ ভূখন্ডে থেকে সীমান্ত এলাকায় তাদেরকে সহায়তা করে। যাতে তাদের ইন্সার্জেন্ট গ্রুপ সমূহ তাড়া খেয়ে বাংলাদেশ ভূখন্ডে আশ্রয় না নিতে পারে।” দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এর ক্ষেত্রে exchange program বৃদ্ধি, বিভিন্ন পর্যায়ের সৌজন্যমূলক ভিজিট বৃদ্ধিতে দুই দেশ কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া সফরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, এশিয়ান হিউম্যানিটারিয়ান ইমার্জেন্সি রেসপন্স টিম এবং রোহিঙ্গাদের প্রতিনিধিকে খুব শিগগিরই সেটেলমেন্ট এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানানো ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পরিকল্পিত বর্ডার রোড নির্মাণে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি’র কর্তৃক সর্বাত্বক সহযোগিতার নিশ্চয়তা দেয়া হয় বলেও জানান বাংলাদেশের সেনা প্রধান। তিনি ঐ পরিদর্শনের সময় রোহিঙ্গা প্রতিনিধির উপস্থিতির বিষয়ে গুরুত্বারোপ করেন।

গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আর্মি এভিয়েশনের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

এর আগে মিয়ানমার সেনা প্রধানের আমন্ত্রণে শুভেচ্ছা সফরে মিয়ানমার সফর করছেন সেনা প্রধান আজিজ আহমেদ। সফর সূচির অংশ হিসেবে সেদেশের রাজধানি নেপিদোতে মিয়ানমার আর্মি চীফ ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিয়ানমার বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানা যায়।