সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ সেনা সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পেশাদার ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

সেনাবাহিনী প্রধান সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উভয় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের বিষয়টি তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।