চব্বিশের জুলাইয়ের ‘গণ-অভ্যুত্থানে’ সেনাবাহিনীর ভূমিকায় মির্জা ফখরুলের কৃতজ্ঞতা প্রকাশ
![]()
নিউজ ডেস্ক
চব্বিশের জুলাইয়ের ‘গণ-অভ্যুত্থানে’ বিজয় অর্জনে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে প্রকাশ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সেনাবাহিনীকে “দেশপ্রেমিক” আখ্যা দিয়ে বলেন, তাদের সহযোগিতা ছাড়া এই বিজয় সম্ভব হতো না।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান’ দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির উদ্বোধনী বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, “দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মুক্তির পথ দেখানোর’ জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।”
মির্জা ফখরুল বক্তৃতায় ২৪ জুলাইয়ের ঘটনায় নিহতদের ‘শহীদ’ হিসেবে শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।