ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত ভারতের

ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত ভারতের

ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত ভারতের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। খবর রয়টার্সের।

প্রতিবেদন মতে, ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের পর নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে তলানিতে পৌঁছেছে। ভারতের মার্কিন অস্ত্র ও বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত সেই অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ।

রয়টার্স আরও জানিয়েছে, অস্ত্র ও বিমান ক্রয়ের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করছিল ভারত। কিন্তু সেই সফরও বাতিল করা হয়েছে।

রাশিয়া থেকে তেল কেনায় গত বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশ স্বাক্ষর করে ভারতের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন করে ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করে দেশটি। সেই সঙ্গে ‘জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও জানায়।

এরপর ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নতুন শুল্ক ঘোষণার পর ভারতের সঙ্গে তিনি আরও আলোচনা আশা করছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, চলমান উত্তেজনার সমাধান না পর্যন্ত আলোচনা নয়।’

তবে ‘চলমান উত্তেজনা’ বলতে তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নাকি রাশিয়ার তেল ক্রয়ের কথা বলেছেন নাকি পূর্ববর্তী ২৫ শতাংশ শুল্কের অন্তর্নিহিত সমস্যাগুলোর নিষ্পত্তির কথা বলেছেন তা তার এই জবাবে স্পষ্ট নয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।