মেঘালয়ে ঢাকাতির চেষ্টাকালে চার বাংলাদেশি আটক, একজন সাবেক পুলিশ সদস্য

মেঘালয়ে ঢাকাতির চেষ্টাকালে চার বাংলাদেশি আটক, একজন সাবেক পুলিশ সদস্য

মেঘালয়ে ঢাকাতির চেষ্টাকালে চার বাংলাদেশি আটক, একজন সাবেক পুলিশ সদস্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার রংডাঙাই গ্রাম থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশ। আটককৃতদের একজন সাবেক পুলিশ কনস্টেবল বলে জানা গেছে।

শনিবার (৯ আগস্ট) সকালে যৌথ অভিযানে তাদের আটক করা হলেও রোববার রাত থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয়দের বলতে শোনা যায়, আটক ব্যক্তিরা গ্রামে ডাকাতি ও অপহরণের চেষ্টা চালান। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের মারধর করেন। পরে খবর পেয়ে বিএসএফ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—জামালপুরের জাহাঙ্গীর আলম, একই জেলার সাবেক পুলিশ কনস্টেবল মারফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েম হোসেন এবং কুমিল্লার মেহফুজ রহমান।

বিজিবি সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, তাদের ভারত সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা ৬-৭ জনের একটি দল হয়ে অনুপ্রবেশ করেছিলেন এবং তাদের উদ্দেশ্য ‘অসৎ’ ছিল। বিজিবি ও বিএসএফ বিষয়টি নিয়ে সমন্বয় করছে।

অভিযানস্থল থেকে বাংলাদেশ পুলিশের আইডি কার্ড, হাতকড়া, পিস্তল হোলস্টার, ম্যাগাজিন কভার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র, বাংলাদেশি মুদ্রা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইডি কার্ডটি আটক মারফুর রহমানের বলে দাবি করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, আটক মারফুর রহমান একসময় ঢাকায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন, তবে পরে চাকরি থেকে অব্যাহতি পান।

ভারতীয় পুলিশের অভিযোগ, তারা স্থানীয় বাসিন্দা বালসাং এ. মারাককে আক্রমণ ও অপহরণের চেষ্টা চালায়। এতে মারাক গুরুতর আহত হয়ে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তবে জিজ্ঞাসাবাদে এক অভিযুক্ত জানান, তিনি তক্ষক শিকারে গিয়েছিলেন। অন্য তিনজন দাবি করেন, দেশে রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়ায় তারা আশ্রয়ের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ ও পুলিশ পাহাড়ি জঙ্গল থেকে আটক ব্যক্তিদের বের করে আনছে। এ সময় ক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।