মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছিলেন এবং অপহরণের চেষ্টা করেছিলেন।
মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম আকরাম। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।
জেলা পুলিশের বরাতে ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আকরাম সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন বলে দাবি করে গ্রামবাসীরা। এ সময় তাকে আটক করে উত্তেজিত জনতা।
পুলিশ জানিয়েছে, আকরামকে অনুপ্রবেশ এবং অপহরণের চেষ্টার সন্দেহে মারধর করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তবে পুলিশ বলছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
স্থানীয় পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সন্দেহের বশে স্থানীয়রা ওই ব্যক্তিকে আক্রমণ করে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
বাংলাদেশ-ভারত সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি নতুন নয়। প্রায়ই অনুপ্রবেশ, পাচার কিংবা ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের উত্তেজনার সৃষ্টি হয়। তবে এবার একটি প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।