কঙ্গোতে দায়িত্বপালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের দেয়া হল জাতিসংঘ পদক

কঙ্গোতে দায়িত্বপালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের দেয়া হল জাতিসংঘ পদক

কঙ্গোতে দায়িত্বপালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের দেয়া হল জাতিসংঘ পদক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কঙ্গোর রাজধানী কিনশাসায় দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-১-এর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে। গত ৭ আগস্ট এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পদক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিন্টু কেইটা প্রধান অতিথি হিসেবে পদক প্রদান করেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী-এর সভাপতিত্বে এমওএনইউএসসিও পুলিশ কম্পোনেন্টের ভারপ্রাপ্ত কমিশনার জেনারেল আলাইন বামেনো উপস্থিত ছিলেন। বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭-এর ১৭৮ শান্তিরক্ষীর মধ্যে ৬৮ নারী সদস্য এ পদক লাভ করেন। এছাড়া, কিনশাসার বিভিন্ন সেকশনে দায়িত্বরত ২৩ জন স্বতন্ত্র পুলিশ অফিসারকেও (আইপিও) যৌথভাবে এ সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথি বিন্টু কেইটা বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী শান্তিরক্ষীদের ভূমিকাকে ‘জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নের অনন্য উদাহরণ’ আখ্যা দেন। এদিকে, জেনারেল আলাইন বামেনো স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়, জনসম্পৃক্ততা ও প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য তুলে ধরেন।

প্যারেড মার্শালের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এবং প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার।

উল্লেখ্য, গত ২৭ মে থেকে বিএএনএফপিইউ-১-এর সদস্যরা কিনশাসায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।