মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সিলগালা, সশস্ত্র অনুপ্রবেশকারীদের ধরতে যৌথ অভিযান

মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সিলগালা, সশস্ত্র অনুপ্রবেশকারীদের ধরতে যৌথ অভিযান

মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সিলগালা, সশস্ত্র অনুপ্রবেশকারীদের ধরতে যৌথ অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের সেভের সিস্টার্স রাজ্য খ্যাত মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় একটি গ্রামে হামলার ঘটনায় জড়িত সশস্ত্র অনুপ্রবেশকারীদের ধরতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিলগালা করেছে বিএসএফ। বর্তমানে মেজেরসোরা-হাতিনালা বনাঞ্চলে অভিযান চলছে, যেখানে বিএসএফ, মেঘালয় পুলিশ ও ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা একযোগে তল্লাশি চালাচ্ছেন।

অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে প্রশিক্ষিত কুকুরসহ বিশেষ কে-৯ ইউনিটও মোতায়েন করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট অন্তত আটজন সশস্ত্র ব্যক্তি বাগলি সেক্টর দিয়ে সীমান্ত পেরিয়ে এসে রংদাংগাই গ্রামে এক বাসিন্দাকে মারধর করে, বাড়িঘর ভাঙচুর চালায় এবং এক গ্রামবাসীকে অপহরণের চেষ্টা করে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের সহিংস অনুপ্রবেশ স্থানীয়দের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।