২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সম্মাননা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট ২০২৫) ঢাকার সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি নির্বাচিত ৬ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-এর হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান সম্মানপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন কর্মক্ষেত্রে সফলতার প্রতিফলন এবং এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রতি বছরই সেরা সদস্যদের স্বীকৃতি জানিয়ে পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
