দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোন ধরনের কটাক্ষ সহ্য করা হবে না- ওয়াদুদ ভূইয়া
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাংবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কর্তৃক সেনাবাহিনীকে জড়িয়ে কুরুচিপূর্ন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কোন ধরনের কটাক্ষ সহ্য করা হবে না। আমাদের সেনাবাহিনীর জাতিসংঘে গিয়ে বিশ্ববাসীর সুনাম কুড়িয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
কেন্দ্রীয় বিএনপির এই কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক বলেন, সেনাবাহিনী আমাদের গৌরবের অংশ।
গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য ও ডিজিএফআই সদর দপ্তরে হামলার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ডিজিএফআই আছে বলেই এখনো স্বদেশ টিকে আছে বহিঃশত্রুর ষড়যন্ত্রের হাত থেকে।
তিনি একটি সুন্দর দেশ গঠনে সবাইকে নিরাপত্তা বাহিনীর প্রতি যথাযথ সম্মান দিয়ে কথা বলার অনুরোধ জানান।
তিনি সাংবাদিক, প্রশাসন সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখার আহ্বান জানিয়ে নেতা-কর্মীর উদ্দেশ্যে বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সকলের সাথে সম্পর্ক রেখে পাহাড়ে শান্তি স্থাপনের জন্য কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব নূরু মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।