বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ১৯৪০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ২ কাটুন বিদেশি অরিস সিগারেট উদ্ধার করেছে। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২০ আগস্ট) মারিশ্যা জোনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টহলদল উগলছড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২ কাটুন সিগারেট পায়। টহলদলের নেতৃত্ব দেন সুবেদার মো. মোস্তাক আহম্মেদ।
পরবর্তীতে কার্টুনগুলো খুলে মোট ১৯৪০ প্যাকেট অরিশ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বাঘাইছড়ি ও পার্শ্ববর্তী সীমান্ত অঞ্চলে সীমাহীন চোরাচালানকে নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
