গুজরাটে স্কুলের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ রূপে উপস্থাপন, তীব্র সমালোচনা
 
                 
নিউজ ডেস্ক
ভারতের গুজরাটে স্বাধীনতা দিবসের এক স্কুল অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ চরিত্রে উপস্থাপন করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মুসলিম সম্প্রদায়ের নেতাদের তীব্র প্রতিবাদ ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি ওঠে।
বিবিসি জানায়, স্থানীয় এক বালিকা বিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা একটি নাটক মঞ্চস্থ করে। সেখানে কালো বোরকা ও হাতে খেলনা বন্দুক নিয়ে কয়েকজন ছাত্রীকে সন্ত্রাসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তারা সহপাঠীদের দিকে গুলি চালানোর ভান করেন। নাটকে জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার উল্লেখ ছিল এবং ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গান বাজানো হয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় মুসলিম নেতারা এ ঘটনাকে মুসলমানদের অপমান ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় নেতা জহুরভাই জেজা বলেন, “মেয়েদের বোরকা পরিয়ে সন্ত্রাসী সাজানো হয়েছে। নিষ্পাপ শিশুদের ব্যবহার করে মুসলিম সমাজকে অপমানিত ও হেয় করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের অবিলম্বে বরখাস্তের দাবি করছি।”
বিতর্কের মুখে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবসে নাটক মঞ্চস্থ করা হয়। ‘অপারেশন সিঁদুর’ বিষয়ক নাটকটিতে বাচ্চাদের পোশাক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। এতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে তিনি আন্তরিকভাবে দুঃখিত বলে জানান।
গুজরাট প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, “এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে। দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ভারতের বিভিন্ন প্রদেশে ধর্মীয় প্রতীক ও পোশাককে কেন্দ্র করে অতীতে একাধিক বিতর্কের ঘটনা ঘটেছে, যা সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
