মিয়ানমারে খনি সমৃদ্ধ রাজ্য কায়াহ’তে জান্তার বিমান হামলা, নিহত ৩২
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় রাজ্য কায়াহ-এর মাওচি জেলায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এ হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে জানিয়েছে, ঔপনিবেশিক যুগ থেকেই মাওচি জেলা টিন এবং টাংস্টেন খনির জন্য বিখ্যাত। গত জানুয়ারিতে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) নেতৃত্বে প্রতিরোধ বাহিনীর একটি জোট এটি দখল করে নেয়।
কায়াহ স্টেট ইন্টেরিয়াম এক্সিকিউটিভ কাউন্সিল (কেআইইসি) জানিয়েছে, গত রোববার সরকারি বিমান মাওচিতে দুবার আক্রমণ করে, যার ফলে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়। নিহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ এবং এবং ২ জন শিশু রয়েছে। বাকি ছয়টি মৃতদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়াও একজন নারী এবং চারজন পুরুষ আহত হয়েছেন।
কেআইইসির দ্বিতীয় সচিব উ বানিয়ার বলেন, ‘মাউচিতে একাধিক খনি আছে। তাই অনেক মানুষ এখানে ব্যবসা করতে আসে; অনেকে আসে চাল ও খাবার বিক্রি করতে। জান্তা এই শহরের আর্থ-সামাজিক জীবন ধ্বংস করার এবং মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে।’
প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে কায়াহ-এর বিভিন্ন জেলায় ১৪ বার বিমান হামলা চালিয়েছে জান্তা, তবে রোবারের হামলাটি ছিল আগের সব হামলার চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং প্রাণঘাতী। এর আগের ১৪ হামলায় মোট নিহত হয়েছিলেন ১১ জন।
এদিকে মঙ্গলবার ভোরেও মাওচিতে আরও হামলা চালায় জান্তা বিমানগুলো, যদিও হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।
এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের কাছে জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেআইইসি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।