ভারতে আটক বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা ১৪ দিনের জেল হেফাজতে
![]()
নিউজ ডেস্ক
ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের বসিরহাট মহকুমা আদালত।
জানা গেছে, আদালতের রায় ঘিরে দুই দেশের কূটনৈতিক স্তরে ইতোমধ্যেই তথ্য আদান-প্রদান শুরু হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্য তারা আরিফুজ্জামানের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। গত ভারতের ২৩ অগস্ট সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে বিএসএফ তাকে আটক করে। অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। পরে পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হন আরিফুজ্জামান।
জানা গেছে, এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এপিবিএন-২-এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশেও একই পদে দায়িত্ব সামলেছেন। তবে অন্তর্বর্তী সরকার সরকার গঠনের পর হঠাৎই আত্মগোপনে চলে যান তিনি। পরে বাংলাদেশ পুলিশ তাকে বরখাস্ত করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।