তিব্বতে ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ চীনের, শুষ্ক মৌসুমে ভারতে জল সংকটের আশঙ্কা
![]()
নিউজ ডেস্ক
তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এতে শুষ্ক মৌসুমে ভারতের দিকে নদীর প্রবাহ প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করছে নয়াদিল্লি। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করেনি, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স চারটি নির্ভরযোগ্য সূত্র এবং সরকারি বিশ্লেষণ উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে।
চীন গত ডিসেম্বর মাসে তিব্বতে ইয়ারলুং জাংবো নদীর (ভারতে ব্রহ্মপুত্র) একটি বাঁকে এই বিশাল বাঁধ নির্মাণের ঘোষণা দেয়। বিশেষজ্ঞদের মতে, এর ফলে শুষ্ক মৌসুমে ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের নদীনির্ভর কৃষি ও শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আবার বর্ষার সময় অতিরিক্ত পানি ছেড়ে দিলে অরুণাচল প্রদেশ ও আসামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ভারতও অরুণাচলে নিজেদের সবচেয়ে বড় বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে জুলাই মাসে এ নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ভারতের হিসাব অনুযায়ী, চীনের বাঁধের কারণে প্রায় ৪০০০ কোটি ঘনমিটার পানি অন্যদিকে সরিয়ে নেওয়া হতে পারে। সেই ক্ষতি পুষিয়ে নিতে ১৪০০ কোটি ঘনমিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত।
অরুণাচলে এই বাঁধ নির্মাণের প্রাথমিক সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রকল্প এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছে সমীক্ষা দল। ধারণা করা হচ্ছে, বাঁধ নির্মিত হলে অন্তত ১৬টি গ্রাম পানির নিচে তলিয়ে যাবে এবং প্রায় এক লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকার ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্যাকেজের পরিকল্পনা করছে।
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই বাঁধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে চীন দাবি করছে, তাদের বাঁধের কারণে নিম্ন অববাহিকায় পানির প্রবাহে কোনো প্রভাব পড়বে না। তবে এই বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।